আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে মর্টার হামলা, ১০ মৃত্যু
৩০ মে ২০২১ ১৫:৩৯
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশের তাগাব জেলায় একটি বিয়ের অনুষ্ঠানে মর্টার হামলায় নারী-শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৮ জন। খবর রয়টার্স।
রোববার (৩০ মে) দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, তাগাব জেলায় আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর সঙ্গে তালেবান বিদ্রোহীদের লড়াই চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ব্যাপারে কাপিসা পুলিশের মুখপাত্র শায়েক শোরেশ জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে মর্টারের গোলা এসে পড়ে। গোলার বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।
এ হামলার সঙ্গে তালেবানের সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
তবে, তালেবানের একজন মুখপাত্র ওই অভিযোগ প্রত্যাখ্যান করে নিরাপত্তা বাহিনীই গোলাটি ছুড়েছিল বলে পাল্টা অভিযোগ করেছেন।
প্রসঙ্গত, আফগানিস্তানে লড়াইরত গ্রুপগুলোর গোলাগুলির মাঝে পড়ে প্রায়ই বেসামরিক নাগরিকদের মৃত্যু হয়। দেশটিতে মোতায়েন থাকা সব সেনা ১১ সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে সৈন্য প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত মাসে ওয়াশিংটনের ওই ঘোষণার পর থেকে আফগানিস্তানজুড়ে সহিংসতা বহুগুণে বেড়ে গেছে।
জাতিসংঘ জানায়, চলতি বছরের প্রথম তিন মাসে আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবান বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ে প্রায় এক হাজার ৮০০ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা চললেও মৃত্যুর সংখ্যা কমেনি।
সারাবাংলা/একেএম