Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরাজগঞ্জে বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ১৫:০৬

সিরাজগঞ্জ: তাড়াশ উপজেলায় বিষাক্ত মদপানে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ মে) রাতে উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম গোন্তা গ্রামের হাকিমের ছেলে।

তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জানান, শনিবার রাত ১১টার দিকে শরিফুল ইসলাম তার তিন বন্ধুকে নিয়ে গ্রামের গোন্তাবাজারে একসঙ্গে বসে অতিরিক্ত
মদপান করেন। মদপানের পরপরই তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এতে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বাজার থেকে তাকে বাড়িতে নেওয়া হয় এবং কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আপাতত ইউডি মামলা হবে। পরে ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জেনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

যুবকের মৃত্যু সিরাজগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর