Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কঠোর বিধিনিষেধ ৬ জুন পর্যন্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ১৪:৪৭ | আপডেট: ৩০ মে ২০২১ ১৭:৫৮

নভেল করোনাভাইরাসের (কোভিড ১৯) কারণে চলমান বিধি নিষেধের সময়সীমা আগামী ৬ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে রোববার (৩০ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধি-নিষেধ আরোপের সময়সীমা আগামী ৩০ মে মধ্যরাত থেকে ৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো।

এর আগে ৫ মে (রোববার) মধ্যরাত পর্যন্ত চলমান বিধি-নিষেধের সময় ছিল। সর্বশেষ ওই বিধি নিষেধে বন্ধ থাকা সব দূরপাল্লার গণপরিবহন অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের অনুমতি পেয়েছিল। এরপর থেকে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন চলছে। এ ছাড়াও হোটেল-রেস্তোরাঁ ও খাবার দোকানসমূহে আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদানের সুযোগ রাখা হয়।

চলতি বছর করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ৫ এপ্রিল থেকে লকডাউন ঘোষণা করা হয়। ১৩ এপ্রিল পর্যন্ত ঢিলেঢালা লকডাউন হলেও সংক্রমণ আরও বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউন’ ঘোষণা করে সরকার। পরে সিটি করপোরেশন এলাকায় গণপরিবহন চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে দূরপাল্লার বাস, লঞ্চ এবং ট্রেন চলাচল ঈদ পর্যন্ত বন্ধ ছিল।

পরে ২৪ মে থেকে গণপরিবহন চলার অনুমতি দেওয়া হয়।

আগে লকডাউনে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারত। এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ ছিল। এ ছাড়া যাত্রীবাহী নৌযান ও ট্রেন আগের মতো বন্ধ ছিল। তবে ঈদের আগে লকডাউনের মধ্যে দোকান ও শপিংমল খুলে দেওয়া হয়। খোলা আছে ব্যাংকও।

দেশের প্রথম কোভিড সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চে। চলতি বছরের মার্চের শেষ দিকে দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন:

আরও এক সপ্তাহের জন্য বাড়ছে কঠোর বিধিনিষেধ

কঠোর বিধিনিষেধ ৫ মে পর্যন্ত বাড়লো

সারাবাংলা/জিএস/এএম

কঠোর বিধিনিষেধ করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর