এএসপি-ইউএনও-এসিল্যান্ড-ওসি প্রত্যাহারের দাবি কাদের মির্জার
৩০ মে ২০২১ ১৪:১৬ | আপডেট: ৩০ মে ২০২১ ১৪:১৯
নোয়াখালী: বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা তার অনুসারীদের নিয়ে মিছিল করেছেন। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণের সময় তাকে লাঠি হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
রোববার (৩০ মে) সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে মিছিলটি বসুরহাট বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে বঙ্গবন্ধু চত্বরে পৌঁছায়। সেখানে এক পথসভায় বক্তৃতা করেন কাদের মির্জা।
এ সময় কাদের মির্জা কোম্পানীগঞ্জ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউল হক মীর, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) সুপ্রভাত চাকমা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনির প্রত্যাহার দাবি করেন।
এছাড়াও, তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ইঙ্গিত করে ২৪ ঘণ্টার মধ্যে তাদেরকে প্রত্যাহার করে নেওয়ার দাবি জানান। অন্যথায় পৌরসভা চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুমকি দেন।
কাদের মির্জা আরও বলেন, এখানে প্রশাসনের ছত্রছায়ায় তাণ্ডব চলছে। প্রশাসন এমপি একরামের রাজত্ব কায়েমে কাজ করছে।
পাশাপাশি, কাদের মির্জা তার অনুসারীদের নিজ নিজ এলাকায় সংগঠিত হয়ে মিছিল সমাবেশ করার নির্দেশ দেন। এতে কেউ বাধা দিলে তা প্রতিহত করাও পরামর্শ দেন।
সারাবাংলা/একেএম