Sunday 02 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রলিচাপায় বৃদ্ধের মৃত্যু, চালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২১ ১৩:২১ | আপডেট: ৩০ মে ২০২১ ১৩:২২

বরিশাল: জেলার উজিরপুর উপজেলায় বামরাইল-গৌরনদী সড়কে ট্রলিচাপায় হাদিউজ্জামান শহিদ শরীফের (৬০) মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ ট্রলিচালক দুলাল খলিফাকে আটক করেছে।

শনিবার (২৯ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বামরাইল বন্দরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত হাদিউজ্জামান গৌরনদী উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত রজব আলী শরীফের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, বাড়ি থেকে বামরাইল বন্দরে যাচ্ছিলেন হাদিউজ্জামান। তিনি সড়কের বাম পাশে ছিলেন। আর পেছনের ডান পাশ থেকে মোবাইলের টর্চের আলো দিয়ে ট্রলি চালিয়ে গৌরনদী যাচ্ছিলেন ট্রলিচালক দুলাল। এসময় ঘটনাস্থল অতিক্রমকালে বৃদ্ধকে চাপা দেয় ট্রলিচালক। দ্রুত আহত হাদিউজ্জামানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরে এলাকাবাসী ট্রলিচালককে আটকে পুলিশে দেয়।

এ ব্যাপারে উজিরপুর মডেল থানার এসআই মো. মাহাবুব বলেন, বৃদ্ধের মরদেহ উপজেলা হাসপাতালে রাখা হয়েছে। আটক ব্যক্তি থানায় রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/একেএম

চালক আটক ট্রলিচাপা বৃদ্ধের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর