Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা গ্রামীণ উন্নয়নে কাজ করছি’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২১ ২২:৩২

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহরের উন্নয়নের পাশাপাশি গ্রামের উন্নয়নে মনোনিবেশ করতে আমাদের নির্দেশ দিয়েছেন। গ্রামকে শহরের সুযোগ-সুবিধা দিতে তিনি কাজ করছেন। গ্রামের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। যোগাযোগ, স্বাস্থ্য ও গ্রামের পিছিয়ে থাকা মানুষকে উন্নয়নের আওতায় আনতে আমরা কাজ করছি।

শনিবার (২৯ মে) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সুনামগঞ্জে বিমানবন্দর, রেললাইনসহ আরও বড় বড় উন্নয়ন হবে। ইতিমধ্যে হাওরবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বড় বড় প্রকল্প বাস্তবায়িত হতে চলছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন কেউ থামাতে পারবে না।’ তাই শেখ হাসিনার প্রতি আস্থার রাখার আহ্বান জানান তিনি।

করোনা পরিস্থিতি উন্নয়ন কার্যক্রম কিছুটা স্থিমিত হলেও উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করা হচ্ছে বলেও জানান পরিকল্পনামন্ত্রী। তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে কাজ করে যাওয়ার আহ্বান জানান।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি সিদ্দিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবদুল কাইয়ুম মশাহিদসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

এম এ মান্নান গ্রামীণ উন্নয়ন পরিকল্পনামন্ত্রী সুনামগঞ্জ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর