মিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
২৯ মে ২০২১ ২০:১৬
ঢাকা: রাজধানীর মিরপুরে সড়ক দুর্ঘটনায় আকবর হোসেন (৬৮) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যুগ্ন পরিচালক ছিলেন। বর্তমানে অবসরে আছেন।
শনিবার (২৯ মে) ভোর সোয়া ৬টার দিকে মিরপুর সনি সিনেমা হলের বিপরীত পাশে ঘটনাটি ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া সাতটার দিকে মারা যায়।
মৃতের ছেলে তৌহিদুল হাসান বলেন, ‘আমরা মিপুর আহম্মেদনগর এলাকায় ভাড়া থাকি। বাবা প্রতিদিন ভোরে হাঁটতে বের হতেন। আজও হাঁটতে বের হন তিনি। হঠাৎ জানতে পারি, সনি সিনেমা হলের বিপরীত পাশে ড্রাগ ইন্টারন্যাশনালের একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে ওই গাড়ির লোকজন বাবাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে হাসপাতালে তাকে আহতাবস্থায় পাই। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।’
তৌহিদ জানান, তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম