Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে প্রমাণ করতে হবে তারা ‘এলএসডি’ খায়নি: জাফরুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২১ ১৮:০৮

ঢাকা: দেশে প্রথমবারের মতো নতুন মাদক এলএসডি’র ধরা পড়ার প্রসঙ্গ টেনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী ব্যঙ্গ করে বলেছেন, ‘বিএনপিকে প্রমাণ করতে হবে তারা এলএসডি খায়নি, তা না হলে তারা আত্মহত্যা করছে কেন! এত লোক থাকার পরও তাদের চিন্তার দীনতা দেখি। আমরা হয়তো খালেদা জিয়াকে আর বেশিদিন পাবো না। আমি গত তিন বছর ধরে বলে আসছি খালেদা জিয়ার চিকিৎসা– মুক্ত খোলা বাতাসে হাঁটতে দেওয়া। তাহলেই উনি ভালো হবেন। কেবল ওষুধে রোগ ভালো হয় না। ওষুধের সঙ্গে জনগণের ভালোবাসা যখন উনি দেখবেন উনি তখন সুস্থ হবেন।’

বিজ্ঞাপন

শনিবার (২৯ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিডিপি লাউঞ্জে ‘রাজনৈতিক সংকট উত্তরণ কোন পথে’ শীর্ষক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিএনপি প্রয়াত জিয়াউর রহমানের জন্য ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। একজন মৃত ব্যক্তির জন্য ১৫ দিনের কর্মসূচি করছে, আর জীবিত খালেদা জিয়ার অবস্থা খুব খারাপ। ওনার যেসব লক্ষণ দেখছি আগামী নির্বাচন পর্যন্ত সময় পাবেন কিনা যথেষ্ট সন্দেহ আছে। আমরা দোয়া করি যেন উনি বেঁচে থাকেন।’

বিএনপি সত্য কথা বলতেও ভয় পায় উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, ‘এটার জন্য তাদের উচিত ছিল, যেদিন থেকে সরকার তাকে বাইরে যেতে দেয়নি সেদিন থেকে অনশন করা। সেদিনই বলা উচিত ছিল কাশিমপুরে যেতে চাই, ফিরোজাতে থাকতে চাই না। ফিরোজাতে ওনাকে রাখা আরেকটা ধাপ্পাবাজি। উনি কি বধির, কানে শোনেন না? ১৫ দিনের কর্মসূচিতে বিএনপির উচিত তার মুক্তির জন্য রাস্তায় নামা।’

বিএনপি’র রাজনীতিতে খালেদা জিয়ার অবদানের প্রসঙ্গ অবতারণা করে তিনি বলেন, ‘আপনারা এ পর্যন্ত আসার পেছনে জিয়াউর রহমানের চেয়ে খালেদা জিয়ার অবদান বেশি। জিয়াউর রহমান অকালে প্রয়াণ করেছেন। আপনারা যখন হতাশায় ভুগছিলেন, কোনও পথ ছিল না, এই সাধারণ একজন গৃহবধূ আপনাদের একত্রিত করেছেন। আপনাদের দুইবার ক্ষমতায় এনেছেন। বিএনপির লোকেরা খালেদা জিয়ার প্রতি অকৃতজ্ঞতা প্রকাশ করছে বলে আমি মনে করি। এ জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।’

মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মো. ফারুক রহমান। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

বিজ্ঞাপন

আইনজীবী জহুরা খাতুন জুঁইয়ের সঞ্চালনায় লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, বাংলাদেশ নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, নূরুজ্জামান হিরাসহ অন্যরা।

সারাবাংলা/কেআইএফ/এমও

খালেদা জিয়া টপ নিউজ ডা. জাফরুল্লাহ বিএনপি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর