ভূমিহীনদের করোনাকালীন কাজ, খাদ্য ও চিকিৎসায় বিশেষ বরাদ্দের দাবি
২৯ মে ২০২১ ১৭:২১
ঢাকা: আসন্ন বাজেটে ভূমিহীন, কৃষক, ক্ষেতমজুর, গ্রামীণ দরিদ্রদের জন্য করোনাকালীন কাজ, খাদ্য ও বিনামূল্যে চিকিৎসায় বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে ভূমিহীন আন্দোলেনের নেতারা।
শনিবার (২৯ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা।
মানববন্ধনে সভাপতির বক্তব্যে বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা ইকবাল আমীন বলেন, ‘দেড় বছর ধরে করোনার মহাদুর্যোগে দেশের ভূমিহীন কৃষক, ক্ষেতমজুর ও হতদরিদ্ররা মানবেতর জীবনযাপন করছে। সরকারের ত্রাণ কার্যক্রম থাকলেও তা বাস্তবে বেশির ভাগ হতদরিদ্রদের হাতে পৌঁছায়নি। এ অবস্থায় দরিদ্র মানুষের দুর্ভোগ কমাতে সরকারকে বাজেটে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানাচ্ছি।’
এ সময় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন বলেন, ‘করোনা মহামারির কারণে দেশের বিপুল সংখ্যক মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে চলে গেছে। তাদের ভাগ্যন্নোয়নে কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাইনি। উল্টো ত্রাণ সহায়তা নিয়ে প্রতিনিয়ত অনিয়মের খবরে আমরা আতঙ্কিত। এ অবস্থায় সারাদেশের ত্রাণ-বিতরণ কর্মসূচিতে ভূমিহীন আন্দোলনের নেতাকর্মীদের সম্পৃক্ত করার জোর দাবি জানাচ্ছি।’
মানববন্ধনের আরও বক্তব্য দেন- বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় নেতা হানিফ বাংলাদেশি, আসাদুজ্জামান মাসুদ, নয়ন আহমেদ, ডা. আব্দুর রাজ্জাক, অ্যাড. মোজাম্মেল হক, খালিদুজ্জামান বুলবুল, ডা. নাছির উদ্দিন, মিজানুর রহমান আকন্দ, আব্দুল মান্নান মাহমুদ, স্বপন ভূঁইয়া, ডা. মতিউর রহমান, শেখ ইয়াকুব আলী, মাহাতাব শেখ প্রমুখ।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম