হাওরের ‘রত্নগর্ভা মা’ মায়মুনার প্রথম মৃত্যুবার্ষিকী
সারাবাংলা ডেস্ক
২৯ মে ২০২১ ১৭:২০ | আপডেট: ২৯ মে ২০২১ ১৭:৫৫
২৯ মে ২০২১ ১৭:২০ | আপডেট: ২৯ মে ২০২১ ১৭:৫৫
ঢাকা: শনিবার (২৯ মে) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের টানা দুবারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমানের মা মায়মুনা আক্তারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
গত বছর এই দিনে শহরের নগুয়ায় নিজ বাসভবনে ৯০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মুত্যুবরণ করেন মায়মুনা আক্তার।
ওই দম্পতির ৭ ছেলে ৭ মেয়ে ঘর আলোকিত করা সন্তানদের জন্য মায়মুনা আক্তার ২০১৫ সালে হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা পরিষদ কর্তৃক ‘রত্নগর্ভা মা’ উপাধিতে ভূষিত হন।
মায়মুনা আক্তারের আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
সারাবাংলা/একে