রোববার গ্যাস থাকবে না যে সব এলাকায়
স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ মে ২০২১ ১৬:৫৩ | আপডেট: ২৯ মে ২০২১ ১৮:৩৪
২৯ মে ২০২১ ১৬:৫৩ | আপডেট: ২৯ মে ২০২১ ১৮:৩৪
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব বায়তুল আমান হাউজিংয়ের গ্যাস সরবরাহ সমস্যা দূর করতে ট্রায়াল গ্যাস শাটডাউন কাজের জন্য রোববার (৩০ মে) বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার (২৯ মে) বিতরণ সংস্থা তিতাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, রোববার দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত ২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস শাটডাউন এর কাজের জন্য সোমবার (৩১ মে) একই পরিস্থিতির সৃষ্টি হবে।
সোমবার সকাল ৯ টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা শেখেরটেক, আদাবর, বায়তুল আমান হাউজিং, মেহেদী আলিফ হাউজিং ও এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
সারাবাংলা/জেআর/একে