Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় রেস্টুরেন্টের নৈশপ্রহরিকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মে ২০২১ ১৩:৪২

নওগাঁ: শহরের প্রাণকেন্দ্র মুক্তির মোড়ে অবস্থিত ডলফিন চাইনিজ রেস্টুরেন্টের নৈশপ্রহরি আতোয়ার রহমানকে ধারালো অস্ত্র কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৯মে) সকালে হোটেলের মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর ডলফিন চাইনিজ রেস্টুরেন্টের বাবুর্চির সহকারী বাদল পলাতক রয়েছে।

পুলিশ জানায়, সকাল সাড়ে ছয়টার দিকে বাবুর্চি সাইফুল ইসলাম এসে মেইন দরজা বন্ধ পেয়ে ধাক্কা দিতে থাকে। এতে কোনো সাড়া শব্দ না পেয়ে মালিককে খবর দেয়। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে দরজার বাইরে চাবি পড়ে থাকতে দেখে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে একটি কাপড়ের পুটলির মধ্যে আতোয়ারের রক্তাক্ত লাশ দেখতে পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আতোয়ারের লাশ উদ্ধার করে।

আতোয়ার ওই রেস্টুরেন্টে প্রায় ২৫ বছর ধরে কর্মরত ছিলেন। নিহত আতোয়ার রহমানের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার চক মোহিতুল গ্রামে।

নওগাঁ সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল বলেন, সিআইডি ফরেন্সিক বিভাগের একটি দল এসে ঘটনাস্থল তদন্ত শেষে লাশ উদ্ধার করে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠায়।

সারাবাংলা/এএম

নওগাঁ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর