Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা নাগরিকদের টিকাদান কর্মসূচি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মে ২০২১ ১২:৪০ | আপডেট: ২৯ মে ২০২১ ১৪:১৯

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হয়েছে চীনা নাগরিকদের টিকাদান কর্মসূচি। শনিবার (২৯ মে) হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ড টিকা কেন্দ্রে এই কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে ৪৫৬ জন চীনা নাগরিকদের টিকা দেওয়া হবে হাসপাতালে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। হাসপাতাল থেকে ৪৫৬ জন চীনা নাগরিকদের করোনা টিকা দেওয়া হবে। সকাল থেকে টিকা দেওয়া শুরু হয়েছে।

বিজ্ঞাপন

পরিচালক আরও জানান, চীনা নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করছে, তাদের নামসহ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা চিঠি পেয়েছি। আজ ও আগামীকাল রোববার এই দুই দিনের মধ্যে ৪৫৬ জনকে করোনা প্রতিরোধের টিকা দেওয়া সম্পন্ন করা হবে।

সারাবাংলা/এসএসআর/এএম

করোনাভাইরাস টপ নিউজ টিকাদান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর