Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই লেক থেকে তরুণের মৃতদেহ উদ্ধার

সারাবাংলা ডেস্ক
২৮ মে ২০২১ ২৩:২৫

কাপ্তাই লেকে গোসল করতে নেমে নিখোঁজ এক তরুণ পর্যটকের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল। মৃত ওই তরুণের নাম তন্ময় দাস (১৯)।

মৃত তন্ময় দাস চট্টগ্রামের টাইগারপাসের সুবল দাসের ছেলে। শুক্রবার (২৮ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার চট্টগ্রাম শহর থেকে ১০ জন তরুণ ভ্রমণের উদ্দেশে কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লার ডিপোতে আসে। সেখান থেকে তারা নৌকায় করে উপজেলার ৩ নং চিৎমরম ইউনিয়নের সীতারঘাট মন্দির ঘাটে আসে। পরে বিকাল সাড়ে ৫টায় তারা সাবাই কাপ্তাই লেকে গোসল করতে নামে। কিন্তু গোসল শেষে তন্ময় ছাড়া বাকি সবাই পানি থেকে ঘাটে উঠে আসে।

এ সময় অনেক খোঁজাখুঁজির পরও তন্ময় দাসকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে নৌবাহিনীর ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

সারাবাংলা/এনএস

কাপ্তাই লেক তরুণ পর্যটকের মৃতদেহ উদ্ধার বাংলাদেশ নৌবাহিনী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর