বৃষ্টির পানিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন
২৮ মে ২০২১ ২২:২৯ | আপডেট: ২৮ মে ২০২১ ২২:৩০
চাঁপাইনবাবগঞ্জ: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও বৃহস্পতিবার (২৭ মে) সকাল থেকে শুক্রবার (২৮ মে) ভোর পর্যন্ত মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে জেলার নিম্নাঞ্চলের কয়েকটি বিল থেকে ভেসে গেছে কৃষকদের কেটে ও বেঁধে রাখা ধান। বেশিরভাগ কৃষকের ধান পানির নিচে তলিয়ে গেছে। অনেকের বেঁধে রাখা ধানও ভেসে গেছে পানির স্রোতে।
জেলার সদর উপজেলা, নাচোল ও ভোলাহাট উপজেলায় জমির ধান পানিতে তলিয়ে ও ভেসে গেছে। শুক্রবার সকালে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের গুনিরমোড় গ্রামের শংকোপুরা বিলে গিয়ে দেখা যায়, পুরো বিলে শুধুই পানি আর পানি। অথচ গতকাল বৃহস্পতিবার সকালেও বিলের বিস্তৃর্ণ মাঠ জুড়ে ছিল ধানের স্তুপ। এই বিলের বেশিরভাগ ধান কেটে রাখা হয়েছিল শুকানোর জন্য। এসব ধানের সবগুলোই বেঁধে রাখা হয়েছিল। প্রায় শেষ মুহূর্তে এসে বৃষ্টির পানিতে ধান ভেসে যাওয়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত শংকোপুরা বিলের ধান চাষিরা। অনেকের মোট ধানের প্রায় সিংহভাগই ভেসে গেছে পানিতে।
কৃষকরা জানান, বেশিরভাগ ধান গভীর রাতে খাড়ি (সরু শাখা নদী) দিয়ে ভেসে নদীতে চলে গেছে। এই গ্রামের অনেকেই আবার এসব ভেসে যাওয়া ধান সংগ্রহ করে বাসায় নিয়ে এসেছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভেসে যাওয়া ধান সংগ্রহে অনেক কৃষকে ব্যস্ত থাকতে দেখা গেছে। কয়েকজন কৃষক পরিবারে এসেছেন ভেসে ও তলিয়ে যাওয়া ধান সংগ্রহ করে রাস্তার পাশে জড়ো করতে।
শংকোপুরা বিলের কৃষক মহরম আলী জানান, এই বিলের অন্তত কয়েকশ বিঘা ফসলি জমির ধান কেটে ও বেঁধে রাখা হয়েছিল। কিন্তু সারাদিন-রাতের টানা বৃষ্টিতে পুরো বিলের ধান পানির নিচে তলিয়ে গেছে। বেশিরভাগই ধান ভেসে চলে গেছে পানির স্রোতে। পানি নামার কোনো সুবব্যস্থা না থাকার কারণেই এই সমস্যা হয়েছে। এছাড়াও বিলের মাঝে কয়েকটি পুকুর কাটার কারণে পানি নামছে না।
পাশের গ্রাম ঘুঘুডিমার কৃষক মুক্তার আলী বলেন, এই বিলে সাড়ে চার বিঘা জমিতে ধান চাষাবাদ করেছিলাম। কিন্তু বৃহস্পতিবার সারাদিন ও রাতের বৃষ্টিতে দুই বিঘা জমির সম্পূর্ণ ধান ভেসে গেছে। দিনব্যাপী বৃষ্টির কারণে কেটে রাখা ধানগুলো নিরাপদে সরিয়ে নিতেও পারিনি। শুক্রবার সকালে এসে দেখছি দুই বিঘা জমির একটা ধান নেই। সব ভেসে খাড়ি ও নদীতে চলে গেছে।
৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে কাবির আলী। বাবার তলিয়ে যাওয়া ধান সংগ্রহ করতে মা ও ছোট ভাইকে নিয়ে বিলে এসেছে সে। সকাল থেকে বুক সমান পানিতে হেঁটে হেঁটে বাবার সঙ্গে করে রাস্তার পাড়ে ধান নিয়ে আসছে কাবির। সে জানায়, বাবা কয়েকদিন থেকেই মাঠ থেকে ধানগুলো নিয়ে যাব যাব করছে। কিন্তু গরুর গাড়ি না পাওয়ায় নিয়ে যেতে পারছে না। শনিবার গরুর গাড়িতে ধানগুলো বোঝায় করে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা আর হল না। পানিতে তলিয়ে সব ভেসে গেছে। এখন যা রয়েছে, তা বাড়ির সবাই মিলে ধরে ধরে রাস্তার ধারে নিয়ে আসছি।
মাদরাসা শিক্ষক আকতারুল ইসলাম বলেন, বিলে চাচার দুই বিঘা জমির ধান ছিল। বৃষ্টির পানিতে সব ধান তলিয়ে গেছে। সঙ্গে তিন ভাই ও চাচাকে নিয়ে এখন তলিয়ে যাওয়া ধানগুলো জালে করে ভাসিয়ে রাস্তার ধারে নিয়ে আসছি। এ বছর বিলের ধানের বাম্পার ফলন হয়েছে। কিন্তু বৃষ্টির পানিতে তলিয়ে ও ভেসে যাওয়ায় বিলের প্রায় অর্ধশতাধিক কৃষক ক্ষতিগ্রস্থ হয়েছেন। আর কুড়িয়ে যতটুকু ধান সংগ্রহ করা যাচ্ছে, বারবার টানা হেচড়া করার কারণে ফলন ঝরে যাচ্ছে।
গুনিরমোড় গ্রামের দিনমজুর আলমগীর ছোট ভাইকে নিয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে শংকোপুরা বিলের ব্রীজের নিচে ভেসে যাওয়া ধান কুড়িয়েছেন। কুড়িয়ে পাওয়া ধান মাড়াই করতে করতে তিনি জানান, বিলের পাশেই আমাদের বাড়ি। রাতে ও সকালে গ্রামের অনেকেই ভেসে যাওয়া ধান কুড়িয়েছে। আমরাও দুই ভাই তাদের মতো ব্রীজের নিচে গিয়ে ভেসে যাওয়া ধান ধরে ধরে নিয়ে এসেছি। এই গ্রামে ভেসে যাওয়া ধান কুড়িয়ে একেকজন পাঁচ থেকে ছয় মন করে ধান পেয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জেলায় বেশিরভাগ ধান ঘরে উঠেছে। তবে হঠাৎ করে সারাদিন ও রাতের বৃষ্টিতে কয়েক জায়গায় কেটে স্তুপ করে রাখা ধান তলিয়ে ও ভেসে যাওয়ায় খবর পেয়েছি।
উল্লেখ্য, জেলায় এবছর ৪৯ হাজার ৩১৫ হেক্টর জমিতে ধান চাষ করা হয়েছে। এ বছর ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন।
সারাবাংলা/এনএস