লোকালয়ে ঢুকে পড়া হরিণের প্রাণ নিলো কুকুর
স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
২৮ মে ২০২১ ২১:৫৯
২৮ মে ২০২১ ২১:৫৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে লোকালয়ে আসা একটি বন্য হরিণের কুকুরের কামড়ে মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ মে) বিকেল ৪ টার দিকে চট্টগ্রাম নগরীর আকবর শাহ কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পাশের জঙ্গল থেকে বন্য হরিণটি সেখানে এসেছিল। কয়েকটি কুকুর সেটিকে একা পেয়ে আক্রমণ করে ক্ষতবিক্ষত করে।
ঘটনাস্থলে থাকা আনোয়ার সারাবাংলাকে জানান, আহত হরিণটিকে উদ্ধার করে তারা চট্টগ্রাম চিড়িখানায় ভেটেরিনারি চিকিৎসক শাহাদাৎ হোসেন শুভর কাছে নিয়ে যান। পরীক্ষানিরীক্ষার পর শুভ জানান, হরিণটি মারা গেছে।
সারাবাংলা/আরডি/এমও