Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁ কারাগারের এক কয়েদির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২১ ২০:৪০

নওগাঁ: জেলার কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। মৃত কয়েদির নাম দুলাল হোসেন (৬০)।  শুক্রবার (২৮ মে) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত দুলাল সাপাহার উপজেলার বাসিন্দা ছিলেন। নওগাঁ কারাগারের সুপার ফারুক আহম্মেদ সাংবাদিকদের কাছে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ফারুক আহম্মেদ বলেন, পারিবারিক ঝামেলায় দুলাল হোসেনের স্ত্রীর দায়ের করা মামলায় গত ১৫ মার্চ জেলে আসেন তিনি। আজ (শুক্রবার) ভোরে বুকে ব্যাথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

সকল আইনি প্রক্রিয়া শেষে দুলালের মরদেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন জেল সুপার ফারুক আহম্মেদ।

সারাবাংলা/এনএস

কয়েদির মৃত্যু নওগাঁ কারাগার