নান্দাইলে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে ২ মৃত্যু
২৮ মে ২০২১ ১৭:৩৯
ময়মনসিংহ: নান্দাইল আঠারোবাড়ি চৌরাস্তা আঞ্চলিক সড়কে মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের দুই যাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় জানা যায়নি।
শুক্রবার (২৮ মে) সকাল নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে নান্দাইল মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সারাবাংলাকে জানান, নান্দাইল চৌরাস্তা থেকে যাত্রীসহ ইজিবাইকটি আঠারোবাড়ির দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলেই ইজিবাইকের একজন ষাটোর্ধ যাত্রী মারা যায়। তখন স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ইজিবাইকের আরও দুই যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন নামে অপর একজনকে মৃত ঘোষণা করে। দুর্ঘটনায় গুরুতর আহত মজিবুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সারাবাংলা/একেএম