Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় বাসের ধাক্কায় ২ সিএনজি যাত্রী নিহত

সারাবাংলা ডেস্ক
২৮ মে ২০২১ ১৬:৪৪ | আপডেট: ২৮ মে ২০২১ ১৬:৫৫

ফাইল ছবি

গাইবান্ধা: বাদিয়াখালীতে বাসের ধাক্কায় দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার (২৮ মে) এই দুর্ঘটনা ঘটে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে গাইবান্ধার বাদিয়াখালীর বটতলা এলাকায় সাঘাটা থেকে গাইবান্ধা শহরের দিকে আসা আল মদিনা নামে একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে জোরে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে মুচরে যায় এবং সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। আহতদের অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসক তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পথিমধ্যে দুলাল সাহা ও রাজু নামে দুইজন মারা যায়।

তিনি আরও জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।স্থানীয়রা ঘাতক বাসটি  আটক করে থানায় সোপর্দ করে।

সারাবাংলা/এসএসএ

গাইবান্ধা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর