কুপিয়ে হত্যা: কিশোর গ্যাংয়ের ৮ সদস্য গ্রেফতার
সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ মে ২০২১ ১৬:৫৭ | আপডেট: ২৮ মে ২০২১ ২১:০৪
২৮ মে ২০২১ ১৬:৫৭ | আপডেট: ২৮ মে ২০২১ ২১:০৪
ঢাকা: রাজধানীর কদমতলীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে আরাফাত ইয়াছিন (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত গভীররাতে এবং শুক্রবার (২৮ মে) ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর শুক্রবার দুপুরে গ্রেফতারের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় আরও যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
আরাফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মামলার চার্জশিট আদালতে জমা দেওয়া হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
সারাবাংলা/ইউজে/একেএম