৫৭ শতাংশ নমুনায় করোনা শনাক্ত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২১ ১৫:৫১ | আপডেট: ২৮ মে ২০২১ ১৬:২৯
২৮ মে ২০২১ ১৫:৫১ | আপডেট: ২৮ মে ২০২১ ১৬:২৯
নওগাঁ: জেলায় সর্বশেষ ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা নমুনার ৫৭ শতাংশে নভেল করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৮ মে) ডেপুটি সিভিল সার্জন ডা. মনজুর মোর্শেদ বলেন, ৪৫ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে কোভিড-১৯ এর উপস্থিতি শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার দুইশ’ আট জনে। তাদের মধ্যে করোনা থেকে সেরে উঠেছেন এক হাজার ৯৯৪ জন। এ পর্যন্ত কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে ২১ হাজার ৯৩৬ জনকে। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২১ হাজার ১৩৭ জন। বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ৮৯১ জন। আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন পাঁচ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন — জানিয়েছে সিভিল সার্জন অফিস সূত্র।
সারাবাংলা/একেএম