রাজধানীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ
২৮ মে ২০২১ ০৯:২৩ | আপডেট: ২৮ মে ২০২১ ১৩:০৩
ঢাকা: রাজধানীর কদমতলিতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে আরাফাত ইয়াছিন (১৮) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ মে) ভোর ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা যায় আরাফাত।
নিহত আরাফাতের ভাই আব্দুল হাই সোহেল জানান, তাদের বাসা কদমতলি শনির আখড়া পাটেরবাগ এলাকায়। আরাফাত শনির আখড়া আয়েশা মোশারফ মার্কেটে একটি কাপড়ের দোকানে কাজ করত।
সোহেল আরও জানান, ঈদের আগে এলাকায় ক্রিকেট খেলার মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে দ্বন্দ্ব হয়। সেই জের ধরে বৃহস্পতিবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে শনির আখড়া আরএস সুপার টাওয়ারের সামনে স্থানীয় শুভ, প্রিন্সসহ ১৫ থেকে ২০ জন আরাফাতকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যায় আরাফাত।
ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মৃত আরাফাতের বুকে, পিঠেসহ শরীরের কয়েক জায়গায় ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
কদমতলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, আরাফাত নামের এক কিশোর হাসপাতালে মারা গেছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসএসএ