জাজিরায় ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪
২৭ মে ২০২১ ২২:৩৭ | আপডেট: ২৭ মে ২০২১ ২৩:৩৯
শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা থেকে শিমুলিয়ায় যাওয়ার পথে মাঝ নদীতে ঢেউয়ের তোড়ে একটি ট্রলার ডুবে গিয়েছে। ওই ট্রলারে থাকা একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও চার জন।
বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পালেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় যে ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, তার নাম আব্দুর রহমান আকন্দ (৭০)। তিনি জাজিরা উপজেলার ফকির মাহম্মুদ আকন্দ কান্দি গ্রামের বাসিন্দা।
জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুজ্জামান ভূইয়া জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবের কারণে জাজিরা ঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছিল। বৃহস্পতিবার বিকেলে কয়েকজন জাজিরার পূর্ব নাওডোবা জিরো পয়েন্ট থেকে জেলেদের ট্রলারে করে পদ্মা পার হয়ে মাওয়া-শিমুলিয়ার দিকে যাওয়ার চেষ্টা করেন। তাদের ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়।
ইউএনও জানান, ট্রলারটি পালেরচর এলাকায় মাঝ নদীতে গিয়ে ঢেউয়ের কবলে পড়লে ডুবে যায়। খবর পেয়ে জাজিরা নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।
সারাবাংলা/টিআর