Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের পাঞ্জাবি গেল ঈদের ১৩ দিন পর, কুরিয়ার সার্ভিসকে উকিল নোটিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ২২:৪০ | আপডেট: ২৭ মে ২০২১ ২২:৪২

ঢাকা: ঈদের আগে গ্রাহকের চাহিদা অনুযায়ী পাঞ্জাবি পৌঁছাতে না পেরে ডেলিভারি সার্ভিস দেওয়া প্রতিষ্ঠান রেডেক্সকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান হোম বাস্কেট এর সিইও মিজানুর রহমানের পক্ষে রেডেক্স এর প্রধান নির্বাহী কর্মকর্তাকে (সিইও) এই নোটিশ পাঠানো হয়।

নোটিশটি পাঠান নিম্ন আদালতের আইনজীবী খাদেমুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ মে) রেজিস্ট্রি ডাকযোগে নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশ থেকে জানা যায়, দুইজন গ্রাহক ঈদ সামনে রেখে হোম বাস্কেটকে দুটি পাঞ্জাবির অর্ডার দেন। হোম বাস্কেট পাঞ্জাবি দুটো ডেলিভারির জন্য রেডেক্সের কাছে হস্তান্তর করে। নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে নিয়ম অনুযায়ী পণ্য হাতে পাওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তা গ্রাহককে ডেলিভারি দেওয়ার কথা ছিল রেডেক্স এর। কিন্তু সেই নিয়ম ভঙ্গ করে একটি পণ্য ১১ দিন ও অপরটি ১৩ দিন পর যথাক্রমে ২০ ও ২৩ মে গ্রাহককে ডেলিভারি দেওয়া হয়।

নোটিশে আরও বলা হয়, ঈদের আগের পণ্য ঈদের পর ডেলিভারি দেওয়ায় দুজন গ্রাহক হোম বাস্কেটকে নিয়ে অনলাইনে নেতিবাচক প্রচারণা চালায়। এতে প্রতিষ্ঠানটির সুনামহানি হয়েছে। এই সুনামহানির কারণে ব্যবসায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে হোম বাস্কেট, যার দায় ডেলিভারি সংস্থা রেডেক্স এর।

নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে দুজন গ্রাহকের কাছে ওয়েবসাইটে প্রকাশ্যে ক্ষমা চওয়ার দাবি জানানো হয়েছে। একই সময়ের মধ্যে ব্যবসায়িক ক্ষতির দরুণ হোস বাস্কেট এর পক্ষ থেকে রেডেক্স এর কাছে পাঁচ লাখ টাকা ক্ষতি পূরণ দাবি করা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও সুনাম ক্ষুণ্ন করার দায়ে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে বলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআই/একে

আইনি নোাটিশ উকিল নোটিশ রেডেক্স হোম বাস্কেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর