Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে কিশোরীকে গণধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ২২:০৬

নড়াইল: জেলায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া বিপ্লব শরীফ (৩৫) লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের লতিফ শরীফের ছেলে। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি লোহাগড়া উপজেলায়। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

ওই কিশোরীর মা অভিযোগ করেন, মাগুরার মোহম্মদপুর উপজেলার মশাখালী গ্রামের রেজাউলের (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। রেজাউল নড়াইল শহরের মহিষখোলায় ভাড়া থাকতেন। ওই বাসায় রেজাউল মেয়েটিকে এনে ৯ মে থেকে ১২ মে পর্যন্ত আটকে রেখে পাঁচজন তাকে ধর্ষণ করেন। এরপর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ঝিকরা গ্রামে এক বাড়িতে ১৮ মে পর্যন্ত আটকে রেখে তাকে ধর্ষণ করা হয়। সেখান থেকে পালিয়ে রক্ষা পায় কিশোরী।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘গ্রেফতার হওয়া বিপ্লব শরীফকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

কিশোরী গণধর্ষণ নড়াইল যুবক গ্রেফতার

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর