তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা বিএসটিআই’র
২৭ মে ২০২১ ২০:০৭ | আপডেট: ২৭ মে ২০২১ ২০:০৮
ঢাকা: পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ছাড়পত্র ছাড়া বিভিন্ন প্রসাধনী সামগ্রী বিক্রি করায় ধানমন্ডির তিনটি প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে সংস্থাটি।
বৃহস্পতিবার (২৭ মে) ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনাকালে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়। বিএসটিআই’র উদ্যোগে ডিএমপি পুলিশের সহযোগিতায় ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা’র নেতৃত্বে ওই অভিযান পরিচালিত হয়।
প্রতিষ্ঠানগুলো তিনটি হলো- স্টার ওর্য়াল্ড, প্রিয় জেনারেল স্টোর ও আলমাস জেনারেল স্টোর।
প্রতিষ্ঠানগুলো বিএসটিআইর ছাড়পত্র ছাড়া শ্যাম্পু, স্কিন পাউডার, স্কিন ক্রিম, টয়লেট সোপ, লিপস্টিক পণ্য বিক্রয়-বিতরণ ও বাজারজাত করায় প্রতিষ্ঠানগুলোকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
সারাবাংলা/ইএইচটি/এমও
আলমাস জেনারেল স্টোর প্রিয় জেনারেল স্টোর বিএসটিআই স্টার ওয়ার্ল্ড