Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণ, মা-বাবা-সন্তানসহ দগ্ধ ৫

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ১৮:১২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে গ্যাস সিলিণ্ডার বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। দগ্ধ পাঁচজনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

বুধবার (২৬ মে) গভীর রাতে নগরীর বন্দর থানার কলসী দিঘির পাড় এলাকার একটি বাসায় সিলিন্ডার বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. রাসেল (৩৩), তার স্ত্রী নাজু বেগম (২৮) ও দুই সন্তান লামিয়া (৩), জিহাদ (৬) এবং রাসেলের ভাই মো. শিপন (৩০)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া সারাবাংলাকে জানান, সিলিণ্ডার বিস্ফোরণের পর প্রতিবেশিরা তাদের উদ্ধার করে রাত আড়াইটার দিকে চমেক হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের বার্ন ইউনিটে স্থানান্তর করেন।

চমেক হাসপাতালের বার্ন ও সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. রফিক আহমেদ জানান, দগ্ধ পাঁচজনের মধ্যে রাসেল, নাজু ও শিপনের অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। প্রত্যেকের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই শিশুর অবস্থা শঙ্কামুক্ত। তাদের শরীরের ১০ থেকে ১৫ শতাংশ পুড়েছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

গ্যাস সিলিন্ডার টপ নিউজ দগ্ধ ৫ বিস্ফোরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর