ঢাবি অধিভুক্ত কলেজে অনার্স শেষ বর্ষের ফল প্রকাশ শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ১৮:১১ | আপডেট: ২৭ মে ২০২১ ২১:০১
২৭ মে ২০২১ ১৮:১১ | আপডেট: ২৭ মে ২০২১ ২১:০১
ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৯ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার বিভাগভিত্তিক ফলপ্রকাশ শুরু হয়েছে। প্রথম দিনে পরিসংখ্যান বিভাগের ফলপ্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সব বিভাগেরই ফল প্রস্তুতের কাজ শেষ। প্রথম দিনে পরিসংখ্যান বিভাগের ফল প্রকাশিত হয়েছে। পর্যায়ক্রমে অন্য বিভাগগুলোর ফলপ্রকাশ করা হবে। সাত কলেজের নির্ধারিত http://7college.du.ac.bd/result/index.php – ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।
ঢাবি অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের লিখিত পরীক্ষা এ বছরের ২৫ জানুয়ারি শুরু হয়। ৭ মার্চ এই পরীক্ষা শেষ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়।
সারাবাংলা/টিএস/টিআর