নেদারল্যান্ডস থেকে পার্সেলে ঢাকায় আসে ‘এলএসডি’
২৭ মে ২০২১ ১৭:২৫ | আপডেট: ২৭ মে ২০২১ ২০:০৪
ঢাকা: এলএসডি (লাইসারজিক এসিড ডাইইথাইলামাইড)। রাসায়নিক প্রক্রিয়ায় তৈরি এক ধরনের পদার্থ। ‘সাইকাডেলিক’ মাদক হিসেবে পরিচিত। এলএসডি গ্রহণকারী ব্যক্তি এর প্রভাবে নিজেকে সম্পূর্ণ ভিন্ন একটি জগতের অধিবাসী হিসেবে অনুভন করতে পারেন। কখনো হ্যালুসিনেশনেরও শিকার হতে পারেন। অর্থাৎ অস্তিত্বহীন বস্তুও প্রত্যক্ষ করতে পারেন। দেশে একেবারেই নতুন এলএসডি। এটি দেশে এসেছে নেদারল্যান্ডস থেকে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেলে করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রমনা বিভাগ টিম ধানমন্ডি ও লালমাটিয়া এলাকা থেকে এলএসডিসহ তিন জনকে গ্রেফতার করার পর এসব তথ্য জানিয়েছে। গ্রেফতার তিন জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
ডিবির দাবি, গ্রেফতারকৃত তিন জনই এলএসডি মাদকের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা হলেন— সাদমান সাকিব (২৫), আসহাব ওয়াদুদ তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার সাংবাদিকদের এসব তথ্য জানান।
ডিবি প্রধান বলেন, ‘সাদমান সাকিব নতুন মাদক চক্রের দলনেতা। সে গত এক বছর ধরে এই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বাকি দুজন কয়েক মাস হলো যোগ দিয়েছে। তিন জনই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও উঠতি বড়লোক ব্যবসায়ীদের কাছে যোগাযোগ করত এবং টাকার বিনিময়ে এলএসডি পৌঁছে দিত।’
তিনি আরও বলেন, ‘এই মাদকটি একটি উচ্চমাত্রার মাদক। বিদেশে এটিকে ব্র্যান্ড মাদক বলা হয়ে থাকে। শিল্পপতি ও বড়লোকের ছেলেমেয়েরা এটি ব্যবহার করে থাকে। এটি অনেক ব্যয়বহুল। সামান্য একটু মাদকের দাম ৫/৬ হাজার টাকা। সাদমান সাকিব নেদারল্যান্ডসে এক বন্ধুর সঙ্গে টেলিগ্রাম অ্যাপসের মাধ্যমে যোগাযোগ করে, পেপলের মাধ্যমে টাকা পাঠায় এবং কুরিয়ারের মাধ্যমে পার্সেল আকারে এই মাদক ঢাকায় আনে। ফেসবুকে দুটি গ্রুপের (আপনার আব্বা এবং বেটার ব্রয়ারি ও বিয়ান্ড) মাধ্যমে এটি বিক্রি করে থাকে। এই দুই গ্রুপে মোট এক হাজারের মত সদস্য রয়েছেন।’
নতুন এই এলএসডি মাদক ব্লট আকারে বিক্রি হয়ে থাকে। ধানমন্ডি থেকে মোট ২০০টি ব্লট এলএসডি উদ্ধার করা হয়। ব্লট হলো খুবই ছোট একটি কাগজের টুকরো। যা জিহ্বার নিচে বা উপরে দিযে নেশা করা হয়। প্রতি ব্লটের দাম তিন হাজার টাকা। জব্দ হওয়া মাদকের মূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানান ডিবি প্রধান।
ক্রেতা কারা
ডিবি প্রধান বলেন, ‘বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের কাছে এই মাদক বিক্রির তথ্য পাওয়া গেছে। অনেকের নাম পাওয়া গেছে সেগুলো যাচাইবাছাই করা হচ্ছে। তদন্তের স্বার্থে আগেই সব বলা যাচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়েরও অনেক শিক্ষার্থীর নাম এসেছে, তাদের ধরতে অভিযান চলছে। এছাড়া আরও অনেক নামিদামি ব্যক্তির ছেলেদের নামও পাওয়া গেছে।’
নতুন এই মাদক সেবন করলে নেশাকারীর চিন্তার পরিবর্তন ঘটে। অনুভূতি এবং পারিপার্শ্বিক চেতনাকে পরিবর্তন করে। সেবনকারীর দৃষ্টি ও শ্রুতির মধ্যে এক ধরনের উত্তেজিত ভাব তৈরি হয়। সে মনে করে সে একটি ট্রেন ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে, কাউকে কোনো তোয়াক্কাই করে না। এটি সেবন করলে চোখের মনির বিকৃতি ঘটে থাকে। ব্লাড প্রেসার ও শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এর অন্য নাম এলএসডি-২৫, এসিড ও ডেলিসাইড। ছদ্মনাম এমডিএ, এন, মাশরুম, সিলোসাইবিন ও এম-ডিমথাইলট্রাইপটানিয়া।
এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, ‘এটি এখন পর্যন্ত প্রথম এলএসডির চালান যা ডিবি ধরতে পেরেছে। আমাদের উদ্দেশ্য হলো, আর যাতে কোথাও এই মাদক ছড়িয়ে না পড়ে সেজন্য সবাইকে নিয়ে কাজ করা। আমরা ইন্টারপোলের মাধ্যমে এই মাদক যাতে আর দেশে না আসে সেজন্য কাজ করবো।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হাফিজের আত্মহত্যার বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ না হলে এ বিষয়ে কিছুই বলা যাবে না। এলএসডির সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা তা তদন্ত করে দেখতে হবে। তদন্ত চলছে।’
গ্রেফতারকৃতরা আর কি করতো জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘তারা গাঁজার কেক তৈরি করে বিক্রি করত। এছাড়া তারা ইয়াবা বিক্রি করত কিনা তা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে তারা এলএসডিও বিক্রি করত আর কিভাবে সেবন করতে হতো তাও তারা শিখিয়ে দিতো।’
হাফিজের ‘আত্মহত্যা’র সঙ্গে এলএসডির সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এই তিনজনের কাছ থেকেই হাফিজ এই ধরণের মাদক কিনেছে বা হাফিজ আদৌ এলএসডি নিয়েছে কিনা তা এখনই বলার সময় আসেনি। সময় হলেই বলা হবে।’
তবে পুলিশ সূত্রে জানা গেছে, হাফিজের সঙ্গে যে তিন বন্ধু এলএসডি নিয়েছিল সেই তিন বন্ধু শাহবাগ থানা পুলিশের কাছে আটক রয়েছে। তাদেরকে নানাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সারাবাংলা/ইউজে/এমও