চীনের ভ্যাকসিনে খরচ ৮শ’ টাকা প্রতি ডোজ
২৭ মে ২০২১ ১৬:৪৯ | আপডেট: ২৮ মে ২০২১ ০০:২৩
ঢাকা: করোনা সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ ভ্যাকসিন সরাসরি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (২৭ মে) অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে ক্রয় প্রস্তাবের বিভিন্ন দিক তুলে ধরেন অর্থমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার।
এদিকে, চীন থেকে ভ্যাকসিন ক্রয়ে ব্যয় হবে এক হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। সেই হিসাবে, প্রতি ডোজের দাম পড়বে ৮০০ টাকা (১০ ডলার)। দেড় কোটি ডোজ ভ্যাকসিন তিন মাসে (জুন, জুলাই, আগস্ট) সরবরাহ করবে সিনোফার্ম — জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব।
তিনি বলেন, এই চুক্তিতে দেশের কোনো প্রতিষ্ঠান নেই। চীন সরকারের মধ্যস্থতায় সিনোফার্ম কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে ভ্যাকসিন সংগ্রহ করা হবে।
সারাবাংলা/জিএস/একেএম
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল চীনের ভ্যাকসিন টপ নিউজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি