‘রাষ্ট্রের জন্মচেতনা ধারণ না করলে আ.লীগের দরজা তাদের জন্য বন্ধ’
২৭ মে ২০২১ ১৪:৪৭ | আপডেট: ২৭ মে ২০২১ ১৬:৫২
ঢাকা: বাংলাদেশ রাষ্ট্রের জন্মচেতনা যারা ধারণ করে না আওয়ামী লীগের দরজা তাদের জন্য বন্ধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২৭ মে) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে সাংস্কৃতিকবিষয়ক উপকমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।
কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি, এদের মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।’
তিনি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংস্কৃতি প্রেমিদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে বলেন, ‘সাম্প্রদায়িক শক্তির ধারক ও বাহক হচ্ছে। এই অপশক্তির বিষবৃক্ষের মূল উৎপাটন করতে হবে।’
বিএনপি মহাসচিব দেশে গণতন্ত্র খুঁজে পাচ্ছেন না বলে যে মন্তব্য করেছেন তার জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়। কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন। বাইরের পৃথিবী তারা দেখতে পায় না।’
বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই দেশের উন্নয়ন ও সমৃদ্ধি যেমন দেখতে পায় না, তেমনি গণতন্ত্রও খুঁজে পায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
করোনা অনেক মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি জীবিকাও কেড়ে নিয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি করোনা প্রাদুর্ভাবে সৃষ্ট সংকটের শুরু থেকেই সেটি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিয়েছেন।’
করোনার কারণে শিল্পীদের এখন কোনো কাজ নেই, তাই তাদের আর্থিক সহযোগিতার নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শিল্পীদের অচ্ছলতা দূর করতে হবে। কোনো শিল্পীই যেন ব্যক্তি জীবনে অসচ্ছল না থাকে সেইদিকেও সংশ্লিষ্টদের দৃষ্টি দিতে হবে।’ সংস্কৃতিকে জাতির আত্মা বলেও মনে করেন তিনি।
সাংস্কৃতিকবিষয়ক উপকমিটি চেয়ারম্যান নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব অসীম কুমার উকিল, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-কমিটির সদস্য নুরুল আলম পাঠান মিলন প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম