Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে হেফাজতের আরেক নেতা গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ১৪:১৭

চট্টগ্রাম ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারীতে তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের আরও এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ মে) গভীর রাতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার আমিনুল ইসলাম হেফাজতে ইসলামের হাটহাজারী উপজেলা শাখার দাওয়াহ বিষয়ক সম্পাদক।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক কেশব চক্রবর্তী সারাবাংলাকে বলেন, নাশকতায় জড়িত থাকার তথ্যপ্রমাণ পেয়ে আমিনুলকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজন হেফাজত নেতাকে গ্রেফতারের পর সে ফটিকছড়িতে এক আত্মীয়ের বাড়িতে গিয়ে আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে তাকে ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। হাটহাজারীতে নাশকতার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

স্বাধীনতার সুর্বণজয়ন্তীর দিন গত ২৬ মার্চ আকস্মিকভাবে হাটহাজারী থানায় আক্রমণ করে ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। স্থানীয় ভূমি অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তাণ্ডব থামাতে পুলিশের চালানো গুলিতে চারজন নিহত হন।

এসব ঘটনায় হাটহাজারী থানায় মোট নয়টি মামলা দায়ের হয়।

সারাবাংলা/আরডি/এএম

নরেন্দ্র মোদি স্বাধীনতার সুর্বণজয়ন্তী হেফাজত

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর