ম্যাংগো স্পেশালে ‘স্পেশাল’ আম খাওয়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
২৭ মে ২০২১ ১৪:০২ | আপডেট: ২৭ মে ২০২১ ১৬:২১
ঢাকা: ম্যাংগো স্পেশাল ট্রেনের মাধ্যমে দেশবাসীকে স্পেশাল ম্যাংগো খাওয়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ হতে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি মাগুরা ও চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে যুক্ত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, আমের মৌসুম। ভালো সুমিষ্ট আম যাতে সারা বাংলাদেশের মানুষ খেতে পারে, ব্যবসা বাণিজ্য যাতে সম্প্রসারিত হয় এবং ওই অঞ্চলের মানুষ যেন আরও লাভবান হয়। ইতোমধ্যে চাঁপাইনবাবগঞ্জে ব্রিজও করে দিয়েছি, যার জন্য সমস্ত এলাকায় একটা যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে। সেখানে একটা বিশেষ রেল সার্ভিস দেওয়া হচ্ছে। যার নামই দেওয়া হচ্ছে ম্যাংগো স্পেশাল। ম্যাংগো স্পেশাল শুনলে এমনিতেই সবার জিহ্বায় পানি এসে যাবে। ভালো আম সবাই খেতে পারবে।
ম্যাংগো স্পেশাল ট্রেনটি জাপান থেকে আনা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি ম্যাংগো স্পেশাল ট্রেনটির উদ্বোধন ঘোষণা শেষে হাস্যরসে বলেন, সবাই এখন মজা করে আম খান, ভালো থাকেন, সুস্থ থাকেন। রেলটা চালু করেন।
এর আগে সকালে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন ডাকভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সারাবাংলা/এনআর/এএম