Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিআর-ভিজিএফের টাকা আত্মসাতের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ১৩:২৭

ঠাকুরগাঁও: জেলার হরিপুর উপজেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ ও জিআর’র টাকা বিতরণে ব্যাপক অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও পরে ওই টাকা ভুক্তভোগীদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঈদুল ফিতর উপলক্ষে হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির এক হাজার চারশ ৭৮ জন মানুষের মধ্যে ভিজিএফ এবং পাঁচশ’ ৫৫ জন মানুষের মাঝে জিআর’র টাকা বিতরণ না করে পকেটস্থ করেন। এতে তালিকাভুক্তরা টাকা না পেয়ে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। পরে, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

অভিযোগের প্রেক্ষিতে ১৬ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান সরেজমিনে তদন্ত করে এক গণশুনানির আয়োজন করেন। এ সময়ে ভুক্তভোগীরা জানায় তারা ভিজিএফ এবং জিআর’র কোনো টাকা পাননি। একই কথা বলেন ইউপি সদস্যরাও।

তবে, ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনিরের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল করিম বলেন ঘটনা তদন্তে সত্যতা পাওয়া যায়। পরে ওই ইউপি চেয়ারম্যান ভুক্তভোগীদের মধ্যে সেই টাকা বিতরণ করেন।

সারাবাংলা/একেএম

ইউপি চেয়ারম্যান জিআর ভিজিএফ

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর