কামরাঙ্গীরচরে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত
২৭ মে ২০২১ ১০:৩৭
ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর খালপাড় এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় রাহিম মিয়া (১০) নামে এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (২৭ মে) সকাল পৌনে সাতটার দিকে কামরাঙ্গীরচর খালপাড় কবুতর হাট সংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে আটটায় মৃত ঘোষণা করেন।
মৃত রাহিমের বাবা মো. মোহন চান জানান, তাদের বাড়ি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়। তিন সন্তান নিয়ে কামরাঙ্গীরচর আলীনগর কবরস্থানের পিছনে ভাড়া থাকেন তিনি। মোহন নিজে ঠেলাগাড়ি চালায়। ছেলে রাহিম ফাতেমা আইডিয়াল স্কুলে প্রথম শ্রেণিতে পড়তো।
তিনি জানান, সকালে বাসা থেকে বের হয় খেলতে যায় রাহিম। কিছুক্ষণ পরে শুনতে পারি কবুতরহাটের পাশে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে সে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ মর্গে রাখা হয়েছে। সকালে আলীনগর কবরস্থানের পাশে মাইক্রোবাসের ধাক্কায় আহত হয় রাহিম। পরে চালক মো. বাবুল নিজেই রাহিমকে হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে গাড়ি ও চালক পুলিশ হেফাজতে আছে।
সারাবাংলা/এএম