Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ১০:১৬

ঢাকা: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক কলেজছাত্র মারা গেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের নাম টিপু সুলতান রনি (২২)। সে ঢাকা কলেজে সমাজ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। আহতরা হলো, তার বন্ধু শাহিন (২২) ও নাঈম (২১)।

নিহত রনির বাবা আব্দুর রহিম জানান, তাদের বাড়ি নরসিংদি জেলার রায়পুরা উপজেলায়। বর্তমানে এলিফ্যান্ট রোডের ঢাকা মেডিকেল স্টাফকোয়ার্টারে থাকেন। রাতে দুই বন্ধুর সঙ্গে নিজের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল রনি। চালাচ্ছিল রনি নিজেই। পরে ফ্লাইওভারের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রনির মরদেহ মর্গে রাখা হয়েছে। শাহিন ও নাঈম আহত অবস্থায় জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে। তাদের অবস্থা গুরুতর নয়।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

কলেজছাত্র নিহত টপ নিউজ হানিফ ফ্লাইওভার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর