Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ট্রাকচাপায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ০৮:৪৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া এলাকায় ট্রাকের চাপায় মাসুদ (২৫) নামে এক রেকারগাড়ি চালক মারা গেছেন। এ ঘটনায় খালেদ (৪০) নামের একজন আহত হয়েছেন।

বুধবার (২৬ মে) রাত ১১টার দিকে দনিয়া হানিফ ফ্লাইওভারের নিচে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে মাসুদকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত মাসুদের ভাগিনা রিফাত হোসেন জানান, মাসুদের বাড়ি বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া গ্রামে। তার বাবার নাম মোতালেব বয়াতি। বর্তমানে শনির আখরা কাজলায় একটি ভাড়া বাসায় দুই সন্তান ও স্ত্রী নিয়ে থাকতেন।

ইনচার্জ বাচ্চু মিয়া জানান, মাসুদ পুলিশের রেকার গাড়ি চালাতো। রাতে ফ্লাইওভারের নিচে একটি কাভার্ডভ্যান নষ্ট হয়। সেই কাভার্ডভ্যান রেকার দিয়ে নিয়ে আসতে যায়। কাভার্ডভ্যান রেকারে লাগানোর সময় একটি ট্রাক পেছন থেকে রেকারটিকে ধাক্কা দেয়। এসময় রেকারের নিচে পরে গুরুতর আহত হয় মাসুদ ও খালেদ। পরে দুজনকে হাসপাতালে নিয়ে আসলে মাসুদ মারা যায়।

তিনি আরও জানান, নিহত মাসুদের মরদেহ মর্গে রাখা হয়েছে এবং আহত খালেদ জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার কথা শুনেছি। বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

টপ নিউজ যাত্রাবাড়ী রাজধানী

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

আরো

সম্পর্কিত খবর