Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কার কাজ বন্ধ রাখার নির্দেশ এমপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২১ ০২:৫০

বুধবার গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার কাজ পরিদর্শন করেন এমপি সাহিদুজ্জামান খোকন

মেহেরপুর: গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনের সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংস্কার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

বুধবার (২৬ মে) দুপুরে সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার কাজ পরিদর্শনে গিয়ে এমন নির্দেশ দিয়েছেন এমপি খোকন।

জানা গেছে, বছর পাঁচেক আগে স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনটি বসবাসের অযোগ্য হয়ে পড়লে নতুন ভবনে স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়। সেখানে স্থান সাংকুলান না হওয়ায় করোনা আইসোলেশন ওয়ার্ড ও পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম ভবনটিতে চলতে থাকে। এরই মধ্যে স্বাস্থ্য প্রকৌশলী (হীড) পুরাতন ভবনটি সংস্কারের উদ্যোগ নেন।

জানা যায়, এ বছরের ফেব্রুয়ারি মাসে পুরাতন ভবন সংস্কার বাবদ বরাদ্দ দেওয়া হয় ৩৫ লাখ ৭২ হাজার ৩১১ টাকা। কাজ শুরু হয় ২৯ এপ্রিল। নিয়োগ করা ঠিকাদারি প্রতিষ্ঠান খুলনার দৌলতপুরের রাজীব মোটর্স সংস্কার কাজটি বাস্তবায়ন করছে।

দরপত্রের কার্যাদেশ অনুযায়ী, এই সংস্কার কাজে ‘এ’ গ্রেডের টাইলস, ফ্রেশ সিমেন্ট ও ১ দশমিক ৫০ এফএম বালু ব্যবহার করার কথা। স্থানীয়দের অভিযোগ, কার্যাদেশ উপেক্ষা করে সংস্কার কাজে ব্যবহার করা হচ্ছে নিম্ন মানের সামগ্রী। বালু ও সিমেন্টের সংমিশ্রণ সঠিক মাত্রায় করা হচ্ছে না।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার কাজ পরিদর্শন করতে যান। পরিদর্শনে তিনি নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়ম দেখতে পেয়ে সাময়িকভাবে কাজ বন্ধ রাখতে বলেন।

বিজ্ঞাপন

এমপির পরিদর্শনের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহম্মেদ রায়হান শরীফ এবং হাসপাতালের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের দায়িত্বপ্রাপ্ত কেউও উপস্থিত ছিলেন না। দেখা গেছে, ঠিকদারি প্রতিষ্ঠান শ্রমিক দিয়ে ইচ্ছামতো সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। তদারকির কেউ উপস্থিত না থাকায় নিম্নমানের এসব সামগ্রী ব্যবহার করছে খুব সহজেই।

ঘটনাস্থল থেকেই স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী হাসান আল মামুনের মোবাইলে কল দিয়ে অনিয়মের বিষয়টি জানতে চান সাংবাদিকরা। কাজের প্রাক্কলিত ব্যায়সহ দরপত্রের কোনো তথ্য নেই বলে কৌশলে এড়িয়ে যান তিনি।

পরে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মাহমুদ আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জরুরি মিটিংয়ে আছেন। পরে কথা বলবেন। ঠিকাদারি প্রতিষ্ঠানের দ্বায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করলে তাদেরও কেউ সাড়া দেননি।

সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান কাজের শুরু থেকে এ পর্যন্ত বিভিন্নভাবে অনিয়ম করে আসছে বলে অভিযোগ পেয়েছি। বালু, টাইলস থেকে শুরু করে প্রায় সব উপকরণ নিম্নমানের। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। তাই এ অনিয়মে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দায়িত্বশীল দফতরে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/টিআর

এমপি সাহিদুজ্জামান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাহিদুজ্জামান খোকন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর