ইউরোপে আবার পান রফতানি শুরু
২৬ মে ২০২১ ১৮:৩৭ | আপডেট: ২৬ মে ২০২১ ২৩:৩০
ঢাকা: নিষেধাজ্ঞা কাটিয়ে সাড়ে ছয় বছর পর ইউরোপে ফের পান রফতানি শুরু হয়েছে। প্রথম চালানে পাঠানো হচ্ছে এক মেট্রিক টন বা এক হাজার কেজি পান।
বুধবার (২৬ মে) সকালে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক ঢাকার শ্যামপুরে কেন্দ্রীয় প্যাকিং হাউজে ‘ইউরোপে নিরাপদ ও মানসম্পন্ন পান রফতানি’ কার্যক্রমের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের নিরলস উদ্যোগের ফলে ইউরোপে পান রফতানি আবার শুরু হয়েছে। এটি খুবই আশার কথা। ভবিষ্যতে পান রফতানি যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে কৃষি মন্ত্রণালয় নজর রাখবে।
কৃষি সম্প্রসারণ অধিদফতর, বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফভিএপিইএ) ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এ অনুষ্ঠানের আয়োজন করে।
কৃষিমন্ত্রী ড. রাজ্জাক আরও বলেন, কৃষিপণ্যের রফতানির সম্ভাবনা অনেক। সে সম্ভাবনাকে কাজে লাগাতে ইউরোপসহ উন্নত দেশে অন্যান্য কৃষিপণ্যের রফতানি বাড়াতে উদ্যোগ অব্যাহত আছে। এরই মধ্যে দেশে উত্তম কৃষি চর্চা নীতিমালা (গ্যাপ) বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। সারাদেশে সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে বিষমুক্ত শাকসবজি উৎপাদন হচ্ছে। অ্যাক্রিডিটেড ল্যাব থেকে সনদ দেওয়া শুরু হয়েছে। এছাড়া ভ্যাকুয়াম হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপনের কাজ চলছে। আমরা আশা করছি, দেশের রফতানি বাড়াতে কৃষিপণ্য বড় ভূমিকা রাখবে। এতে কৃষকও লাভবান হবে।
এর আগে, বাংলাদেশের পানে ক্ষতিকর সালমনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতির কারণে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে পান আমদানির ক্ষেত্রে সাময়িকভাবে নিষেধাজ্ঞা জারি করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ধাপে ধাপে সেই নিষেধাজ্ঞা ২০২০ পর্যন্ত বাড়ানো হয়। ফলে এই ছয় বছরে বাংলাদেশ ইইউভুক্ত দেশগুলোতে পান রফতানি করতে পারেনি।
দীর্ঘ দরকষাকষির পর শেষ পর্যন্ত পান রফতানির অনুমতি দেওয়ার পূর্বশর্ত হিসেবে বাংলাদেশকে কিছু শর্ত দেয় ইইউ। শর্তে বলা হয়, পানে সালমনেলা ব্যাকটেরিয়া থাকা যাবে না, উৎপাদন থেকে শিপমেন্ট পর্যন্ত উত্তম কৃষি চর্চা (গ্যাপ) থাকতে হবে, গুড হাইজিন প্র্যাকটিসেস (জিএইপপি) থাকতে হবে, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসেস (জিএমপি) অনুসরণ করত হবে এবং আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাক্রিডিটেড ল্যাব থেকে সালমনেলা ব্যাকটেরিয়ামুক্ত পানের সনদ থাকতে হবে।
ইইউ আরোপিত শর্তগুলো পূরণ করতে বাংলাদেশ বেশকিছু ব্যবস্থা নেয়। এসব উদ্যোগের মাধ্যমে শর্ত পূরণ করতে পারায় গত ১৫ এপ্রিল বাংলাদেশ থেকে পান রফতানির ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় ইইউ। ফলে ফের পান রফতানি শুরু হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দীন ও বাংলাদেশ ফ্রুটস ভেজিটেবলস অ্যান্ড অ্যালাইড প্রোডাক্টস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফভিএপিইএ) সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ। নিরাপদ ও মানসম্পন্ন পান উৎপাদন ও রফতানির প্রেক্ষাপট তুলে ধরেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক সামছুল আলম ও বিএফভিএপিইএ’র অ্যাডভাইজার মনজুরুল ইসলাম।
সারাবাংলা/ইএইচটি/টিআর