Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্ত এলাকার করোনা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ২১:১২

ঢাকা: দেশের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের হার বেড়ে যাওয়ায় লকডাউন দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় অন্য জেলাগুলোতেও কোভিড-১৯ সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (২৬ মে) দুপুরে অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

সীমান্ত এলাকায় থাকা কোনো জেলায় লকডাউন দেওয়া হবে কি না জানতে চাইলে অধ্যাপক নাজমুল বলেন, এটা নির্ভর করছে পরিস্থিতির উপর। যেখানে পরিস্থিতি যেমন হবে, সেই পরিস্থিতি মোকাবিলায় জনস্বাস্থ্যকে নিরাপদ করার জন্য যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার। আর এখানে দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নেই।

একইসঙ্গে সীমান্তবর্তী জেলাগুলোতে বিশেষ নজর রাখা হচ্ছে বলেও মন্তব্য করেন অধ্যাপক ডা. নাজমুল।

উল্লেখ্য, কোভিড-১৯ সংক্রমণের হার বেড়ে যাওয়ায় ২৪ মে রাত ১২টা থেকে ৭ দিনের জন্য ‘বিশেষ লকডাউন’ ঘোষণা করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। ৩০ মে পর্যন্ত এই জেলা থেকে কেউ বাইরে যেতে এবং বাইরে থেকে কেউ জেলায় প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

সারাবাংলা/এসবি/এসএসএ

করোনা সীমান্ত পরিস্থিতি স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর