Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোয়ারের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ২০:৫৮

বরিশাল: জেলার বাকেরগঞ্জে জোয়ারের পানিতে ডুবে যাওয়ার পৃথক পৃথক ঘটনায় দুই শিশুর মৃত‌্যু হয়েছে। বুধবার (২৬ মে) দুপু‌রে নিয়াম‌তি ও গাড়ু‌রিয়া ইউনিয়নে ওই শিশুমৃত্যুর ঘটনা ঘ‌টে।

মৃত সুমাইয়া (৩) নিয়াম‌তি ইউনিয়নের ঢালমারা গ্রামের হা‌ফিজুর রহমা‌নের মেয়ে এবং আজোয়া (৩) গারু‌ড়িয়া ইউনিয়নের রুনসী পশুয়ী গ্রা‌মের আলী আজহা‌রের মেয়ে।

বা‌কেরগঞ্জ উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্স সূ‌ত্রে জানা গে‌ছে, নিজ বা‌ড়ির সাম‌নেই জোয়া‌রের পা‌নি‌তে পা পিছ‌লে পড়ে গিয়ে ডু‌বে যায় সুমাইয়া এবং আজোয়া জোয়া‌রের পা‌নি‌তে মজা কর‌তে কর‌তে পুকু‌রে প‌ড়ে যায়।

প‌রে স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে আস‌লে কর্ত‌ব‌্যরত চি‌কিৎসক শিশু দুইটিকে মৃত ঘোষণা ক‌রেন।

বা‌কেরগঞ্জ থানার প‌রিদর্শক (তদন্ত) সত‌্যরঞ্জন খাস‌কেল দুই শিশুর মৃত্যুর ঘটনা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সারাবাংলা/একেএম

বরিশাল শিশুমৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর