Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘১ম ডোজের ১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত ২য় ডোজ নেওয়ার সুযোগ আছে’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ২০:১৮ | আপডেট: ২৭ মে ২০২১ ০৫:০৮

ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োগ করা ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার ১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত দ্বিতীয় ডোজ দেওয়ার সুযোগ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এমন অবস্থায় যারা এখনো দ্বিতীয় ডোজ নিতে পারেনি তাদের ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২৬ মে) দুপুরে অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ সব তথ্য জানান সংস্থাটির মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক (সিডিসি) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

দেশে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে ৭ ফেব্রুয়ারি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হয়। ভারতের সিরাম ইনস্টিটিউটে প্রস্তুত করা কোভিশিল্ড নামে পরিচিত এই ভ্যাকসিন ৮ এপ্রিল থেকে শুরু করা হয় ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রয়োগ। তবে সিরাম ইনস্টিটিউট থেকে সরবরাহ করতে না পারায় বর্তমান পরিস্থিতিতে প্রায় ১৫ লাখ মানুষকে দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করতে হবে।

সরবরাহ না থাকায় যারা সময় মতন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারছেন না তাদের উদ্দেশ্যে অধ্যাপক ডা. নাজমুল বলেন, ‘অপেক্ষা করুন, ধৈর্য ধারণ করুন। ১২ থেকে ১৬ সপ্তাহ পর্যন্ত ভ্যাকসিন দেওয়ার সুযোগ থাকবে। এর মধ্যেই সরকার সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা করছে ভ্যাকসিন সংগ্রহের জন্য। আমরা আশাবাদী, এই ভ্যাকসিন সংগ্রহ হবে এবং দ্বিতীয় ডোজ সবাই পেয়ে যাবেন।’

তিনি বলেন, ‘অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। দ্বিতীয় ডোজ একেবারেই শেষ পর্যায়ে। দ্বিতীয় ডোজের যে পরিমাণ ভ্যাকসিন রয়েছে তা দিয়ে প্রথম ডোজ নেওয়া সবাইকে ভ্যাকসিন দেওয়া যাবে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘চীন থেকে উপহার হিসেবে আসা সিনোফার্মার পাঁচ লাখ ডোজ ভ্যাকসিন মঙ্গলবার (২৫ মে) ৫০১ জন মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। তাদের কারও কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। আগামী ৭ থেকে ১০ দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে।’

এরপর জুন থেকে জুলাই মাসের মধ্যে সিনোফার্মার ভ্যাকসিনের প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শুরু হবে বলেও জানান অধ্যাপক নাজমুল ইসলাম।

সারাবাংলা/এসবি/একে

করোনা কোভিড-১৯ টপ নিউজ নভেল করোনাভাইরাস ভ্যাকসিন

বিজ্ঞাপন

কুয়েটে ভর্তি পরীক্ষা আজ
১১ জানুয়ারি ২০২৫ ১০:১০

আরো

সম্পর্কিত খবর