তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়েছে ইয়াস, পশ্চিমবঙ্গে ভেঙেছে ৩ লাখ বাড়ি
২৬ মে ২০২১ ১৮:০০ | আপডেট: ২৬ মে ২০২১ ১৮:৩৪
স্থলে আঘাত হেনে ক্রমে শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। বর্তমানে এটি অতি প্রবল রূপ ছেড়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
ভারতের আবহাওয়া দফতরগুলো জানিয়েছে, বুধবার উড়িষ্যার বালাসোর ও ধামড়ায় সকাল ৯টা নাগাদ ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়ে। দুপুর একটা নাগাদ ইয়াস সমুদ্র ছেড়ে স্থলভাগে পুরোপুরি ঢুকে পড়ে। বৃষ্টি ঝরিয়ে ধীরে ধীরে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইয়াস।
শক্তি হারাতে হারাতেই ঘূর্ণিঝড় ইয়াস ভারতের ঝারখাণ্ড রাজ্যে প্রবেশ করবে। পরে আরও শক্তি ক্ষয় হলে এটি নিম্নচাপে পরিণত হবে।
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক সংবাদসম্মেলনে জানিয়েছেন, তার রাজ্যে এ পর্যন্ত ১৩৪টি বাঁধ ভাঙার খবর পাওয়া গেছে। প্রায় তিন লাখেরও বেশি বাড়িও ভেঙে গেছে। অন্তত এক কোটি মানুষ ইয়াসের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
উড়িষ্যা রাজ্যে এ পর্যন্ত অন্তত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভেঙে গেছে অসংখ্য ঘরবাড়ি। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র ঘূর্ণিঝড় রাজ্য পার হলে তবেই পাওয়া যাবে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সারাবাংলা/আইই