Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আগে ভ্যাকসিন, তারপর বিশ্ববিদ্যালয়ের ক্লাস’

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২১ ১৪:২৩

ফাইল ছবি: ডা. দীপু মনি

ঢাকা: শিক্ষার্থীদের দুই ডোজ ভ্যাকসিন না দিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্লাস খোলা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আবাসিক হলের শতভাগ শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়ার পরই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। যেসব বিশ্ববিদ্যালয়ে হল নেই, সেগুলো আগামী ১৩ জুন থেকে খোলা হতে পারে।

বুধবার (২৬ মে) দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আবাসিক হলের শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। আমরা অন্তত ১ লাখ ৩০ হাজার শিক্ষার্থীকে দুই ডোজ টিকা দেবো। এরপর বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।’

ডা. দীপু মনি বলেন, ‘আবাসিক হলে সংক্রমণ ঝুঁকি বেশি থাকে। তাই ভ্যাকসিন নিশ্চিত না করে বিশ্ববিদ্যালয় খুলে দিলে বড় ধরণের ঝুঁকির মধ্যে পড়তে হতে পারে।’

তিনি আরও বলেন, ‘করোনা সংক্রমণ কমলে আগামী ১২ জুনের পর আমরা স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ খুলে দিতে পারি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থী ভ্যাকসিন কর্মসূচির বাইরে রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিনের সংকট কেটে গেছে। প্রধানমন্ত্রীর সম্মতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে।’

উল্লেখ্য, ২০২০ সালের মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে বন্ধ রাখা হয়েছে।

সারাবাংলা/টিএস/পিটিএম

ক্লাস বিশ্ববিদ্যালয় ভ্যাকসিন শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর