বৃহস্পতিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
২৬ মে ২০২১ ১৪:১০
ঢাকা: এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর বেশ কয়েকটি এলাকা গ্যাস থাকবে না।
বুধবার (২৬ মে) জ্বালানি বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যাসাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইন প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পে তেজগাঁও রেলক্রসিং থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে।
এ কারণে আশেপাশের এলাকায় আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এজন্য রাজধানীর তেজকুনি পাড়া, তেঁজগাও বালিকা বিদ্যালয় এলাকা, কারওয়ান বাজার, খ্রিস্টানপাড়া, সোনারগাঁও হোটেল, কাঁঠালবাগান, দিলুরোড, পরীবাগ, সোনারগাঁও রোডের পূর্বপাশ এবং কাঁটাবন রোডের পশ্চিম পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসঙ্গে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে গ্যাস বিতরণ সংস্থা তিতাস।
সারাবাংলা/জেআর/এনএস