মোংলা থেকে ৩৪৫ কি. মি. দূরে ঘূর্ণিঝড় ইয়াস, উত্তাল সমুদ্র
২৬ মে ২০২১ ০৪:০৬ | আপডেট: ২৬ মে ২০২১ ১১:২১
ঢাকা: জন্মের পর থেকেই দ্রুত শক্তি সঞ্চয় করেছে ঘূর্ণিঝড় ইয়াস। মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যায়ই এটি শক্তি সঞ্চয় করে প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বর্তমানে এটি সাগরে অবস্থান করছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, জলোচ্ছ্বাসে প্লাবিত হচ্ছে উপকূলীয় অঞ্চল।
আবহাওয়া অধিদফতরের সর্বশেষ অর্থাৎ ১৪ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির সর্বশেষ অবস্থান সম্পর্কে জানানো হয়েছে। এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস আরাও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় (২০.০° উত্তর অক্ষাংশ এবং ৮৭.৭° পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি মধ্যরাতে (২৫ মে) চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৫১৫ কি. মি. দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৫০০ কি. মি. দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৩৪৫ কি়. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৩৬৫ কি. মি. দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
অতি প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর নাগাদ উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
এতে বলা হয়, অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কি. মি. এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২০ কি. মি. যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৪০ কি. মি. পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মােংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অতি প্রবল ঘূর্ণিঝড় অতিক্রমকালে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও চট্টগ্রাম জেলাসমূহ এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘন্টায় ৮০-১০০ কি. মি. বেগে দমকা অথবা ঝড়াে হাওয়া বয়ে যেতে পারে।
-
ইয়াস নিয়ে আরও পড়ুন-
- ‘ইয়াস’ নামটি যেভাবে এলো
- সোমবার সন্ধ্যার মধ্যে বৃষ্টির আভাস
- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় ৮ নির্দেশনা
- উপকূল ডুবছে, জোয়ারে উপচে উঠছে জল
- ঘূর্ণিঝড় ‘ইয়াস’, তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু
- চট্টগ্রামে ৫০০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত: জেলা প্রশাসন
- ঘূর্ণিঝড় ইয়াস আতঙ্কে সারাদেশে লঞ্চ চলাচল বন্ধ
- ইয়াস নিয়ে স্থানীয় সরকারের কন্ট্রোল রুমের নম্বর
- ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’, সমুদ্রবন্দরে সতর্কতা
- মেঘনা নদীতে ২ ট্রলারডুবি, ১৩ জেলে জীবিত উদ্ধার
- ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর গতি হতে পারে ১৯০ কিলোমিটার!
- জন্ম নিচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, বিপজ্জনক রূপ নিতে পারে
- ঘূর্ণিঝড় ইয়াস: উপকূলের প্রতিরক্ষায় থাকবে সুন্দরবন
- রাতেই অতি প্রবল রূপ নিচ্ছে ইয়াস, পশ্চিমবঙ্গে টর্নেডো
- বরগুনায় ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, প্রস্তুত ৬৪০ আশ্রয়কেন্দ্র
- লঘুচাপটি পশ্চিমবঙ্গের কাছাকাছি এলাকায় অবস্থান করছে
- ‘ইয়াস’ মোকাবিলায় ৩ গুণ বেশি আশ্রয়কেন্দ্র প্রস্তুত: প্রতিমন্ত্রী
- ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাব থেকে ফসল রক্ষায় কৃষি মন্ত্রণালয়ের পরামর্শ
- ঘূর্ণিঝড় ইয়াস: নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে
সারাবাংলা/আইই