Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ মার্কেটের ২ শতাধিক দোকান, ভ্যাট দেয় না কেউই

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ২২:৫৫ | আপডেট: ২৬ মে ২০২১ ০৯:২৪

ঢাকা: নরসিংদী সদরের ব্যস্ততম স্টেশন রোড এলাকায় অবস্থিত দুই মার্কেট ইনডেক্স প্লাজা ও জামান শপিং কমপ্লেক্স। কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেট দুইটির প্রথমটি চার তলা, পরেরটি তিন তলা। দুই মার্কেট মিলিয়ে দুই শতাধিক প্রতিষ্ঠান থাকলেও এর মধ্যে মাত্র একটি প্রতিষ্ঠানের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীনে ভ্যাট নিবন্ধন রয়েছে। সেই একটি প্রতিষ্ঠানও গত ১০ মাসে কোনো মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধ করেনি, শূন্য হারে রিটার্ন দাখিল করেছে। বাকি প্রতিষ্ঠানগুলোর কথা বলাই বাহুল্য।

বিজ্ঞাপন

ভ্যাট গোয়েন্দা অধিদফতরের মাঠ জরিপ দলের পরিদর্শনে এই তথ্য বেরিয়ে এসেছে। মঙ্গলবার (২৫ মে) রাতে ভ্যাট গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সারাবাংলাকে জানিয়েছেন, আইনি বাধ্যবাধকতা থাকলেও এই দুই শতাধিক প্রতিষ্ঠানের কোনোটিই ভ্যাট দেয় না সরকারকে।

ভ্যাট গোয়েন্দা অধিদফতরের মাঠ জরিপ দলের পরিদর্শনে দেখা গেছে, ইনডেক্স প্লাজায় মোট চালু দোকান সংখ্যা ২১৪টি। এর মধ্যে ২১৩টি প্রতিষ্ঠানই অনিবন্ধিত। লালজবা কসমেটিক্স নামে একটিমাত্র দোকান ভ্যাট নিবন্ধিত। এই প্রতিষ্ঠানটি গত ১০ মাসে কোনো ভ্যাট পরিশোধ করেনি। ইনডেক্স মার্কেটের কোনো দোকান ভ্যাট পরিশোধ করে— এমন তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, জামান শপিং কমপ্লেক্সের ২৩টি দোকানের মধ্যে ২০টি দোকান চালু আছে। এর কোনোটিরই ভ্যাট নিবন্ধন নেই। কোনো দোকানই ভ্যাট দেয় না। অথচ এসব প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন ও ভ্যাট প্রদান বাধ্যতামূলক।

ভ্যাট গোয়েন্দা সূত্রে জানা গেছে, নরসিংদী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শপিং কমপ্লেক্স দুইটিতে তৈরি পোশাক, জুতা, জুয়েলারি, স্টেশনারিজ, ইলেকট্রনিক্স ও ডিপার্টমেন্টাল স্টোরসহ বিভিন্ন ধরনের দোকান রয়েছে। ভ্যাট আইন অনুযায়ী এদের প্রত্যেকের বিক্রির ওপর ৫ শতাংশ হারে ভ্যাট প্রযোজ্য।

পরিদর্শন দলের জরিপে দেখা গেছে, কোনো কোনো দোকান ক্রেতার কাছ থেকে ভ্যাট নিলেও তা সরকারি কোষাগারে জমা করা হয়নি।

এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআরের নির্দেশে ভ্যাট গোয়েন্দা অধিদফতর ভ্যাট সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য চারটি জরিপ টিম গঠন করেছে। রাজধানী ও রাজধানীর বাইরে এসব টিম এই জরিপ শুরু করেছে।

বিজ্ঞাপন

এই জরিপের প্রধান উদ্দেশ্য— দেশের সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ক্রেতাদের কর দিতে উদ্বুদ্ধ করা। পাশাপাশি যথানিয়মে ও সঠিক পরিমাণ ভ্যাট আহরণ বাড়ানো।

সারাবাংলা/এসজে/টিআর

ভ্যাট গোয়েন্দা অধিদফতর ভ্যাট নিবন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর