Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিধিবহির্ভূত ফোন আলাপ ফাঁস; এসপি-এসি সাময়িক বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ২০:৪৫

ঢাকা: ফোনের কথোপকথনে বিধিবহির্ভূত কাজ করায় র‍্যাব-৫ এ কর্মরত পুলিশ সুপার (এসপি) এসএম ফজলুল হক ও রাজশাহী মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (এসি) নাজমুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ মে) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিনের সই করা এক আদেশে এই বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে বলা হয়, সরকারি কর্মচারী নীতিমালা ভঙ্গ করায় আইন অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হলো। একইসঙ্গে তাদের পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হলো। বরখাস্ত থাকাকালীন সময়ে তারা সরকারি চাকরি অনুযায়ী খোরপোশ ভাতা পাবে।

জানা যায়, সম্প্রতি পদোন্নতি পাওয়া ৪৮ জন পুলিশ সুপারকে র‍্যাবে বদলি করা হয় পুলিশ সদর দফতর থেকে। এ নিয়ে পুলিশ সুপার এসএম ফজলুল হক ও সহকারী কমিশনারের মধ্যে ফোনে কথোপকথন হয়। কথপোকথনে একটি বাহিনীকে নিয়ে আপত্তিকর কথাও উঠে আসে। মোবাইলের সেই কথোপকথনের অডিও ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুকে ছড়িয়ে পরে। এ বিষয়টি দুটি বাহিনীকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে বিধায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসএসএ

এসপি-এসি সাময়িক বরখাস্ত পুলিশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর