চট্টগ্রামে করোনায় মৃত্যু ৬০০ ছাড়াল, ১ মাসেই ৯৮
২৫ মে ২০২১ ২০:২৯
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে সংক্রমণ পরিস্থিতির ব্যাপক হওয়ার পর গত এক মাসেই মারা গেছেন অন্তত ৯৮ জন।
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার (২৫ মে) সকালে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মোটর চারজনের মৃত্যু হয়েছে। এ হিসেবে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়াল ৬০২ জনে।
গত ২৬ এপ্রিলের প্রতিবেদনে আগের ২৪ ঘণ্টায় মোট ৫০৪ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল জেলা সিভিল সার্জনের কার্যালয়। এর মধ্য দিয়ে মৃতের সংখ্যা ৫০০ পার হয়েছিল, যার সঙ্গে একমাসের মাথায় এসে যুক্ত হয়েছেন আরও ৯৮ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী সারাবাংলাকে জানান, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯৩ জনের শরীরে কোভিডের সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে নগরীর ৬৪ জন এবং উপজেলার বাসিন্দা ২৯ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে ৫২ হাজার ৭৩৬ জন। এর মধ্যে ৪২ হাজার ২১৬ জন নগরীর বাসিন্দা। বিভিন্ন উপজেলার বাসিন্দা ১০ হাজার ৫২০ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের সবাই উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মারা যাওয়া ৬০২ জনের ৪৩৪ জন নগরীর এবং ১৬৮ জন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ওই বছরের ৯ এপ্রিল প্রথম একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
সারাবাংলা/আরডি/পিটিএম