আধুনিক ও পরিবেশবান্ধব টিএসসি নির্মাণের নির্দেশ প্রধানমন্ত্রীর
সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মে ২০২১ ১৯:৫৩ | আপডেট: ২৫ মে ২০২১ ২৩:২৫
২৫ মে ২০২১ ১৯:৫৩ | আপডেট: ২৫ মে ২০২১ ২৩:২৫
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক ও পরিবেশবান্ধব ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার (২৫ মে) গণভবনে টিএসসির স্থাপত্য-সংক্রান্ত ডিজাইনের পাওয়ার পয়েন্ট উপস্থাপনা দেখার পর এই নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস সাংবাদিকদের ব্রিফ করেন।
পাওয়ার পয়েন্ট উপস্থাপনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসেডর-এট-লার্জ মোহাম্মাদ জিয়া উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, শিক্ষা সচিব মো. মাহবুব হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রমুখ।
সারাবাংলা/এনআর/পিটিএম